Our Products - Fertilizer

বঙ্গ চিলেটেড জিংক

মূল উপাদানঃ জিংক ১২%

জমিতে জিংকের অভাব কিভাবে বুঝবেন?
১. পাতায় ফোটা ফোটা দাগ পড়ে এবং রং তামাটে হয়ে যায়। 
২. পাতার শিরা ও কিনারা হলুদ বর্ণ ধারণ করে। 
৩. পুরাতন পাতায় মরিচা দাগ পড়ে ও নতুন পাতা ছোট হয়ে যায় এবং কুকড়িয়ে যায়। 
৪. ফলন কমে যায়।

প্রয়োগক্ষেত্রঃ
এটি জিংক ও সালফারের সমন্নয়ে গঠিত একটি জিংক-সালফেট যৌগ।এটি জিংক ও সালফারের ঘাটতি পূরণ করে ফসলের সুষম বর্ধন ও অধিক ফলন নিশ্চিত করে। এটি ধান, গম, আলু, পিয়াজ, টমেটো, মরিচ, পটল, আখ, পাট, তামাক, কলা, পান, মিষ্টিকুমড়া, বাধাকপি, ফুলকপি, লেবু, আম, তরমুজ, পেঁপে, বেগুন, ইত্যাদি ফসলে প্রয়োগের জন্য অনুমোদিত

অনুমোদিত মাত্রাঃ
প্রতি লিটার পানিতে ০.৫-১ গ্রাম বঙ্গ চিলেটেড জিংক ভালোভাবে মিশিয়ে সম্পূর্ন গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে।

প্যাক সাইজঃ ১ কেজি

ব্যবহার বিধিঃ
বঙ্গ জিংক চিলেটেড ফসলের বীজ বপণ বা চারা রোপনের পূর্বে জমিতে শেষ চাষের সময় অনুমোদিত মাত্রায় জিংক চিলেটেড ছিটিয়ে দিন। এছাড়া গাছের শারিরীক বৃদ্ধির সময় জিংক এর অভাবের লক্ষণ দেখা দিলে গাছের গোড়ায় প্রয়োজনীয় পরিমাণ জিংক চিলেটেড ছিটিয়ে দিন। এছাড়া গাছের শারিরীক বৃদ্ধির সময় জিংক এর অভাবের লক্ষণ দেখা দিলে গাছের গোড়ায় প্রয়োজনীয় পরিমাণ জিংক চিলেটেড ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন।

Copyright © 2025 | Bongo Agritech Ltd. (BATL) | All Rights Reserved.

Powered By: SSRTECHBD