গত ২৫শে এপ্রিল ২০২৩ মঙ্গলবার খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার আমতলা গ্রামে বঙ্গ এগ্রিটেক লিমিটেড কর্তৃক আমদানীকৃত হাইব্রিড তরমুজ উল্লাসের মাঠ দিবস অনুষ্ঠিত হয়।উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গ এগ্রিটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল হোসেন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গ এগ্রিটেক লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার রুদ্র চক্রবর্ত্তী। আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার শতাধিক আদর্শ কৃষকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।অনুষ্ঠানে বক্তারা করলা চাষের আধুনিক চাষ সম্পর্কে বিস্তারিত আলাপ করেন। কৃষক রিপন বলেন আমি হাইব্রিড তরমুজ উল্লাস চাষ করে অধিক লাভবান হয়েছি আমার ভাগ্য পরিবর্তন হয়েছে এই তরমুজ অধিক ফলনশীল,এর মধ্যে ৪-৫ জন উল্লাস চাষ করেছেন এবং তাদের মতামত হলোঃ
মাঠ দিবসে উপস্থিত কৃষক কৃষাণী সবাই হাইব্রিড তরমুজ উল্লাস আগামী বছর চাষ করবে বলে কথা দিয়েছে এবং সবাইকে চাষ করতে পরামর্শ দিয়েছেন । কারণ ফল আকর্ষনীয় গাঢ় রংয়ের, ফল পাকলেও রং নষ্ট হয় না তাই কৃষকের লাভ নিশ্চিত । উল্লাস চাষ করে কৃষক অধিক লাভবান হবে বলে তাদের প্রত্যাশা।
কৃষকের সন্তুষ্টিই আমাদের লক্ষ্য। উল্লেখ্য কৃষিবিদদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান বঙ্গ এগ্রিটেক লিমিটেড, কাবেরী সীডের সবজি বীজের বাংলাদেশের একমাত্র পরিবেশক হিসেবে নিয়োজিত এছাড়াও বিশ্বের বিভিন্ন স্বনামধন্য কোম্পানি হইতে উন্নত মানের, রোগ বালাই সহনশীল ও অধিক ফলনশীল বীজ আনদানী করে নড়াইলে অবস্থিত ২ একর জমির উপরে স্থাপিত নিজস্ব গবেষনা খামারে পরিক্ষনের মাধ্যমে বীজের মান যাচাই করে পরিবেশকদের মাধ্যমে কৃষকদের মাঝে সরবরাহ করে যাচ্ছে এবং বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।