Latest News Insights

হাইব্রিড টমেটো KTM-1405 চাষে কৃষকের ভাগ্য পরিবর্তন

হাইব্রিড টমেটো KTM-1405 চাষে কৃষকের ভাগ্য পরিবর্তন

গত ২৩শে ডিসেম্বর ২০২৩ শনিবার গোপালগঞ্জ জেলার রঘুনাথপুর দক্ষিণ পাড়ায় বঙ্গ এগ্রিটেক লিমিটেড কর্তৃক হাইব্রিড টমেটো KTM-1405এর  মাঠ দিবস অনুষ্ঠিত হয়। হাইব্রিড টমেটো KTM-1405 ভারতের সর্ববৃহৎ বীজ কোম্পানি কাবেরী সীড কোম্পানি কর্তৃক উদ্ভাবিত ও বঙ্গ এগ্রিটেক লিমিটেড বাংলাদেশে এর একমাত্র আমদানীকারক ও বাজারজাতকারী।

উক্ত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গ এগ্রিটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গ এগ্রিটেক লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার রুদ্র চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বঙ্গ এগ্রিটেক লিঃ এর গোপালগঞ্জ  জেলার একমাত্র পরিবেশক গৌর চন্দ্র  বিশ্বাসের  স্বত্বাধিকারী কাজল বিশ্বাস ও অত্র এলাকার শতাধিক আদর্শ  কৃষকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। 

অনুষ্ঠানে বক্তারা টমেটো চাষের আধুনিক চাষ সম্পর্কে বিস্তারিত আলাপ করেন। কৃষক বপন বালা বলেন আমি বিগত বছরে টমেটো চাষ করে যে ফলন পেয়েছি তার থেকে অনেক বেশি ফলন বঙ্গ এগ্রিটেক লিমিটেডের হাইব্রিড টমেটো KTM-1405 চাষ করে অধিক লাভবান হয়েছি আমার ভাগ্য পরিবর্তন হয়েছে এই KTM-1405 অধিক ফলনশীল, রং পাকলে গাড় লাল,অন্যান্য টমেটো থেকে অনেক শক্ত চামড়া অনেক মোটা হওয়া অনেক দিন সংরক্ষন করা য়ায়। ফল আকর্ষনীয় লম্বাটে আকৃতির ও অন্যান্য টমেটোর চেয়ে অধিক ওজন হওয়ার বাজারে চাহিদা ও বাজারমূল্য অধিক। তিনি আরো বলেন KTM-1405 হাইব্রীড টমেটো জাতে রোগব্যাধি কম হওয়ায় আমি অধিক ফলন পাব বলে আশাবাদী, তিনি সবাইকে KTM-1405 টমেটো চাষ করার পরামর্শ দেন। 

উল্লেখ্য কৃষিবিদদের দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান বঙ্গ এগ্রিটেক লিমিটেড, কাবেরী সীডের সবজি বীজের বাংলাদেশের একমাত্র পরিবেশক হিসেবে নিয়োজিত এছাড়াও বিশ্বের বিভিন্ন স্বনামধন্য কোম্পানি হইতে উন্নত মানের, রোগ বালাই সহনশীল ও অধিক ফলনশীল বীজ আমদানী করে নড়াইলে অবস্থিত ২ একর জমির উপরে স্থাপিত নিজস্ব গবেষনা খামারে পরীক্ষনের মাধ্যমে বীজের মান যাচাই করে পরিবেশকদের মাধ্যমে কৃষকদের মাঝে সরবরাহ করে যাচ্ছে এবং বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।